সর্বশেষ সংবাদ
তালতলা স্কুল শিক্ষককের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে অভিভাবকসহ এলাকাবাসীর মানববন্ধনতালায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বৎসর পূর্তি উদযাপনবাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিতনির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে-সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা দুদুসাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণরায় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন বাবুসাতক্ষীরায় ১২ দিন ব্যাপী ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং ট্রেইনিং কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণতালতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শিক্ষার্থীদের মানবন্ধন সরকারি প্রকল্প বাস্তবায়নে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা- বিভাগীয় কমিশনার জিল্লুর রহমানসাতক্ষীরায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে স্কুল শিক্ষক আটকতালায় সরকারী গোডাউনে ধান সংগ্রহের লক্ষে কৃষক নির্বাচনী লটারী সম্পন্ন
তালতলা স্কুল শিক্ষককের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে অভিভাবকসহ এলাকাবাসীর মানববন্ধন
কর্তৃক ferozsatkhira
সরকারি প্রকল্প বাস্তবায়নে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা- বিভাগীয় …
কর্তৃক ferozsatkhira
-
বিদেশে যাবে সাতক্ষীরা আম
বিদেশে যাবে সাতক্ষীরা আম -
পানি উন্নয়ন বোর্ডের দূর্ণীতি চিত্র দিলো দূর্ণীতি দমন কমিশনের নিকট
-
বিএনপির সাবেক সাংসদ হাবিবসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড। bnp leader
সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনের দুটি মামলায় সাবেক এমপি হাবিবসহ ৪ জনের যাবজ্জীবন ও বাকীদের ৭ বছরের কারাদ্বন্ড প্রদান
ফিরোজ হোসেন, সাতক্ষীরা ঃ সাতক্ষীরায় সাবেক বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনের দুটি মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদ্বন্ড ও বাকী ৪৪ জনকে ৭ বছরের কারাদ্বন্ড প্রদান করেছে আদালত। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জনাকীর্ণ আদালতে সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ ম-ল এ রায় ঘোষনা করেন।
এ রায় ঘোষনার সময় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব ও জামিনে মুক্ত থাকা আসামী অ্যাড. আব্দুস সাত্তারসহ ৩৮ আসামী আদালতের উপ¯ি’ত ছিলেন। এ মামলায় আজ পর্যন্ত মোট ১০ জন আসামী পলাতক রয়েছেন ও দুই জন মারা গেছেন। এদিকে, রায় ঘোষনার পর আদালত চত্বরে বিক্ষোভ করা সময় দুটি নাশকতা মামলার আসামী জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মমততাজুল ইসলাম চন্দনকে আটক করেছে পুলিশ।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব, উপজেলার যুবদলের সভাপতি আব্দুল কাদের বা”চু, আরিফুর রহমান রঞ্জু ও রিপন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু, অ্যাড. আব্দুস সামাদ প্রমুখ।
এদিকে, আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন, অ্যাড. আব্দুল মজিদ (২), অ্যাড. মিজানুর রহমান পিন্টু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাড. শাহানারা পারভিন বকুল প্রমুখ।
সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদ্বন্ড ও বাকিদের ৭ বছর কারাদ্বন্ড প্রদান করা হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাড. শাহানারা পারভিন বকুল জানান, এ রায়ের বিরুদ্ধে তারা উ”চ আদালতে আপীল করবেন।
উল্লেখ্য ঃ ২০০২ সালের ৩০ আগষ্ট সকাল ১০টায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে বেলা ১১টায় বিএনপির নেতাকর্মীরা কলারোয়ার দলীয় অফিসের সামনে তার গাড়ি বহরে হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের ১ ডজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তালা-কলারোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতাকর্মীকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা প্রদান করেন সাতক্ষীরার মূখ্য বিচারিক হাকিম হুমায়ুন কবির। গতবছরের ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক আইনের দুটি মামলায় চার্জ গঠন করা হয়। এ মামলায় সাক্ষ্য ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ এ রায় ঘোষনা করেন আদালত -
এমপির শাড়ি নিতে গিয়ে মার খেলেন বৃদ্ধ মহিলা, মিশ্র প্রতিক্রিয়া।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় দরিদ্রদের মধ্যে শাড়ি বিতরণকালে এক বৃদ্ধ মহিলার মাথায় শাড়ি দিয়ে বাড়ি মারার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি সাতক্ষীরা পৌর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন কে ঘিরে মারপিটের ওই ভিডিও ভাইরাল হয়। শাড়ি দিয়ে বৃদ্ধার মাথায় আঘাত করা মীর হাবিবুর রহমান বিটু সাতক্ষীরা-২ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির আপন মামাতো ভাই।
ভাইরাল হওয়া এই ভিডিও সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ২৭ রমজানে ঈদ উপলক্ষে সাতক্ষীরা-২ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষে তার বাসভবনের সামনের রাস্তায় শাড়ি বিতরণ করা হচ্ছিল। এমপির পক্ষে যেটি বিতরণ করছিলেন তার মামাতো ভাই মীর হাবিবুর রহমান বিটু।
ভিডিওতে দেখা যায়, সারিবদ্ধভাবে দাঁড়ানো নারীদের মধ্যে শাড়ি বিতরণ করছেন বিটু । এ সময় ষাটোর্ধ্ব মর্জিনা তার সামনে সারিনা জন্য হাত বাড়িয়ে দেয়। তখনই তাঁকে একটি শাড়ি দিয়ে মাথায় অমানবিক ভাবে তিনটি আঘাত করে লাঞ্ছিত করেন মীর হাবিবুর রহমান বিটু।
লাঞ্ছিত হওয়া ওই মহিলার নাম মর্জিনা বেগম, তিনি শহরের মুনজিতপুর এলাকার বাবুলের স্ত্রী।মারপিট করা মীর হাবিবুর রহমান বিটু সাতক্ষীরা সদরের এমপির মামাতো ভাই ও সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য পকেট কমিটির সভাপতি।
লাঞ্ছিত মর্জিনা বেগম বলেন, প্রতিবছর ২৭ রমজানে এমপি সাহেবের পক্ষ থেকে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। আমি বিগত কয়েক বছর ধরে এমপি সাহেবের দেওয়া শাড়ি নিয়ে থাকি। আর প্রতি বছর এসব শাড়ি লুঙ্গি বিতরণ করেন এমপি সাহেবের মামাতো ভাই বিটু। সে প্রতি বছরই বিতরণকালে মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করে।
তিনি বলেন, গত বছর শাড়ী বিতরন কালে আমি শাড়িতে হাত বাড়িয়ে দিলে আচমকাই আমার মাথায় তিনটি বাড়ি মেরে আমাকে লাঞ্ছিত করে। পরে তিনি আমাকে শাড়িটিও দেন। আমরা গরীব, আমার মারির বিচার কে করবে? তাই আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছি।
এসব বিষয়ে জানতে অভিযুক্ত মীর হাবিবুর রহমান বিটু'র নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
মর্জিনা বেগম আরও বলেন, জানতে পারলাম আমাকে মারপিট করে লাঞ্ছিত করা বিটু নাকি আওয়ামী লীগের সভাপতি হয়েছে। সে যদি আওয়ামীলীগের সভাপতি হয় তাহলে আমরা নৌকায় ভোট দেবো কিভাবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের এক নেতা জানান, একজন সংসদ সদস্যের পক্ষে দরিদ্র মানুষের মাঝে শাড়ি বিতরণ কালে এমন ঘটনা খুবই দুঃখজনক। শুধুমাত্র লোক দেখাতে এসব বিতরণ করলে হবে না। মানুষের পাশে থেকে ভালোবাসা নিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে। এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছি।
উল্লেখ্য: গত ২২ মার্চ সন্ধ্যায় সাতক্ষীরা শহরের জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মাঠে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগ নেতাদের অভিযোগ সম্মেলনটি ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়, কিন্তু বিপত্তি বাধে দ্বিতীয় অধিবেশনে। সম্মেলনে সদর এমপি মহোদয় পকেট কমিটি গঠন করতে গেলে সাধারণ কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। অতিথিদের সামনে এক পর্যায়ে চেয়ার ভাংচুর ও ছুড়াছুড়ি শুরু হয়। এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শুরু করে।
পরবর্তীতে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি পরবর্তীতে দেওয়ার আশ্বাস দেন। এ সময় পুলিশ পাহারায় অতিথিরা সম্মেলন স্থান ত্যাগ করে। তবে রাতে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সেই পকেট কমিটি ঘোষণা করেন।ওই কমিটিতে সদর এমপির মামাতো ভাই মীর হাবিবুর রহমান বিটুকে সভাপতি করা হয়। এর পরেই বৃদ্ধাকে লাঞ্চিত করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। -
অবৈধ সেমাই ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালতের অভিাযান, ২৫ হাজার টাকা জরিমানা, ফ্যাক্টরির কার্যক্রম বন্ধ
অবৈধ সেমাই ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালতের অভিাযান, ২৫ হাজার টাকা জরিমানা, ফ্যাক্টরির কার্যক্রম বন্ধ -
উত্তাপ্ত সাতক্ষীরা পৌর সভা মেয়র না থাকায় ৫ মা বেতন পায়না কর্মচারীরা।
উত্তাপ্ত সাতক্ষীরা পৌর সভা, মেয়র না থাকায় ৫ মা বেতন পায়না কর্মচারীরা।