শাহজাহান আলী (মিটন) নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় দিনের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ঝাউডাঙ্গা বিভিন্ন হতদরিদ্র পরিবারের মাঝে দ্বিতীয় দিনের ডাল, চিনি, ছোলা, খেজুর, মুড়ি সহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি আবদুল হামিদ শেখ এর সভাপতিত্বে , প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডাক্তার হাসান।

সভাপতি আবদুল হামিদ শেখ জানান , গতকাল ও আজ দুই দিনে প্রায় আড়াইশো পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে । এছাড়া ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ যুব সংঘ রক্তদান, অসহায় শিক্ষার্থীদের সহযোগিতা, বিভিন্ন জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন সহ বিভিন্ন সামাজিক কাজ করে থাকে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি কামাল হোসেন, সহ সভাপতি জাহিদ হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক হাসিব হোসেন, সবুজ হোসেন, আবিদ হোসেন প্রমুখ

সম্পর্কিত পোস্ট

মতামত দিন