নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে দেবহাটার বিভিন্ন বাজারের দোকানপাটে ক্রেতাদের জনসমাগম এড়াতে মাঠে নেমেছে পুলিশ। চলমান লকডাউনের নির্দেশনা সমূহ সুষ্ঠভাবে প্রতিপালন এবং ঈদ কেনাকাটার জন্য দোকানপাটে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক ক্রেতাদের উপস্থিতি নিশ্চিতসহ পণ্য ক্রয় বিক্রয়ের জন্য আহ্বান জানিয়ে বুধবার দিনভর বাজার পরিদর্শন ও মাইকিং করেন পুলিশ সদস্যরা। এসময় দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই আবু হানিফ, এসআই আসিফ মাহমুদ, এএসআই সোহেলসহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন