ফিরোজ হোসেন, সাতক্ষীরা ঃ সাতক্ষীরা পৌরসভার চর্তুথ ধাপে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে
সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সকাল ৮ টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। পৌরসভার ৯ টি কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোরভাবে দায়িত্ব পালন করেছেন। মেয়র পদে ধানের শীষ প্রতীকের প্রার্থী তাজকিন আহমেদ চিশতি ২৫০৮৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী নাসিম ফারুক খান মিঠু নারিকেল গাছ প্রতিকে পেয়েছেন ১৩ হাজা ২২১ ভোট
প্রার্থী, নৌকা প্রতিকের প্রার্থী শেখ নাসেরুল হক পেয়েছেন ১৩ হাজার ৫০ ভোট, জগ প্রতিকে শেখ নুরুল হুদা পেয়েছেন ২৮৮৮ ভোট, হাতপাখা প্রতীকের প্রার্থী মুসতাফিজ উর রউফ পেয়েছেন ১৬৭৯ ভোট। মোট ভোট পড়েছে ৫৬ হাজার ৬৫ ভোট। এর মধ্যে বাতিলকৃত ভোট হচ্ছে ১৩৯। বৈধ ভোট পড়েছে ৫৫৯২৬ ভোট। মোট ভোটার ছিল ৮৯২২৪।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন