মাহফিজুল ইসলাম আককাজ ঃ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) বেলা ১১টায় মেডিকেল কলেজ হাসপাতাল’র সম্মেলন কক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ কুদরত ই খুদা, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামসুল হক, সাতক্ষীরা মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক ডা. মাকসুদুল আলম সিদ্দিকী, বিএমএ’র জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, ডা. কাজী আরিফ আহমেদ, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচ্য সূচির মধ্যে ছিল গত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী এর বাংলাদেশে আগমন তথা সাতক্ষীরা জেলার ঘশোরেমশ^রী মন্দির পরিদর্শন প্রসঙ্গে, জনবল সংকট প্রসঙ্গে, তত্বাবধায়ক এর আসা যাওয়ার জন্য পিকআপ এর জ¦ালানী অনুমোদন প্রসঙ্গে, সিসিইউ চালু রাখার স্বার্থে রোগীদের নিকট হতে অর্থ আদায় প্রসঙ্গে (বিভিন্ন যন্ত্রাংশ ক্রয়ের জন্য), আঞ্জুমান মুফিদুল ইসলাম কর্তৃক সাময়িক ভাবে তাদের নিজস্ব মরচূয়ারীটি (শাবাগার) হাসপাতালে স্থাপনের আবেদন প্রসঙ্গহর বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন