নিজস্ব প্রতিনিধি: ‘ শহীদ বুদ্ধিজীবী দিবস২০২১ উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ডিসেম্বর)সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভার শুরুতেই সকল শহীদদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। আলোচনা সভায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক আবু সাঈদ, আনিছুর রহমান, রবিউল ইসলাম, শেখ তাজুর রহমান, মুহাম্মদ. আবুল খায়ের, জান্নাতুল ফেরদৌস, মামুন অর রশীদ, মো. শরিফুল ইসলাম প্রমুখ। এর আগে সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা আবুল খায়ের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন